পরিচালন পর্ষদের বৈঠকের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলির মধ্যে বিভিন্ন বিষয়ে ভালো সমন্বয় সাধনের লক্ষ্যেই এই বৈঠকে আলোচনা হবে। নীতি আয়োগের এই বৈঠকে অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েন, জিএসটি নিয়ে বিবাদের মধ্যেই প্রধানমন্ত্রীর পৌরহিত্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে রবিবার নীতি আয়োগের পরিচালন পর্ষদের সপ্তম বৈঠক বসছে। দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরই ওই বৈঠকে যোগ দিতে পারেন। এই বৈঠকে কৃষি বৈচিত্র্য এবং জল, তৈলবীজ-সহ অন্যান্য কৃষি উৎপাদনে আত্মনির্ভরতা, জাতীয় শিক্ষানীতি এবং নগরোন্নয়ন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
2022-08-06