নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ছয় রাজ্যের রাজ্যপাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর।
শনিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরন, মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলট, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি ।
ছয় রাজ্যের রাজ্যপালের পাশাপাশি এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাষ্ট্রপতির সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁরা। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।