পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথভাবে সাতটি জেলায় চালাল তল্লাশি অভিযান

চণ্ডীগড়, ৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতা দিবসে পাকিস্তানের ড্রোন অনুপ্রবেশ এবং সীমান্তের ওপার থেকে যে কোনও দেশবিরোধী কার্যকলাপ রুখতে বৃহস্পতিবার রাতে বিএসএফ এবং পঞ্জাব পুলিশ সাতটি জেলায় অনুসন্ধান অভিযান শুরু করেছে।

বিএসএফ এবং পঞ্জাব পুলিশের দল একসঙ্গে ৫৫০ কিলোমিটার এলাকায় সীমান্ত গ্রামের বাড়িঘরে তল্লাশি চালায়। পঞ্জাব পুলিশের এডিজিপি আইন ও শৃঙ্খলা নরেশ কুমারের নেতৃত্বে এই অনুসন্ধান অভিযানের সময় পুলিশ পাকিস্তান সীমান্ত সংলগ্ন পঞ্জাবের সাতটি জেলায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন করে এবং একশো নাকা স্থাপন করে। সমস্ত জেলায় বিএসএফ-র সহযোগিতার জন্য পঞ্জাব পুলিশের ডিআইজি এবং আইজি স্তরের অফিসাররাও উপস্থিত ছিলেন। এডিজিপি নরেশ কুমার বলেন, এই নাকাগুলি এখন প্রতিদিন পাকিস্তানের দিক থেকে ড্রোন চলাচল এবং সীমান্তে গতিবিধি পর্যবেক্ষণ করবে।
রাতের অভিযানে পঞ্জাবের ৫৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর, তারন তারান, ফিরোজপুর এবং ফাজিলকা জেলায় সাতজন অফিসারকে মোতায়েন করা হয়েছিল। স্থানীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে রাতেই নাকাগুলি পর্যবেক্ষণ এবং এলাকায় তল্লাশি অভিযান করা হয়।