নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): বিগত ৮ বছরে ভারতীয় রেলে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি নিয়োগ করা হয়েছে। শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার সময় জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিন রেলমন্ত্রী বলেছেন, প্রায় ১ লক্ষ ৪০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রক্রিয়াধীন রয়েছে তাঁর মন্ত্রক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে বিভিন্ন মন্ত্রক ও বিভাগে ১০ লক্ষ পদ পূরণের জন্য মিশন মোডে নিয়োগ অভিযানের অংশ হিসাবে এই নিয়োগগুলি করা হবে।
এদিন রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২২-২৩ সালের মধ্যে আদর্শ স্টেশন প্রকল্পের অধীনে ১,২৫৩টি রেলস্টেশন পুনর্গঠন করা হবে। রেলমন্ত্রীর কথায়, দেশজুড়ে ১,২৫৩টি রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে, এযাবৎ ১,২১৫টি স্টেশনের পুনর্গঠন করা হয়েছে, ২০২২-২৩ সালের মধ্যে আদর্শ স্টেশন প্রকল্পের অধীনে বাকি স্টেশনগুলিও পুনর্গঠন করা হবে।