বেতন নেই ১৮ মাস! অনিৰ্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে ধরনায় হাফলং পুরপৰ্ষদের ৯৯ জন কর্মচারী

হাফলং (অসম), ১ আগস্ট (হি.স.) : ১৮ মাস থেকে বেতন নেই! অবশেষে আজ শুক্রবার থেকে অনিৰ্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে ধরনায় বসেছেন হাফলং পুরপৰ্ষদের ৯৯ জন কর্মচারী। ‘নো পে নো ওয়ার্ক’ লেখা পোস্টার-ব্যানার নিয়েকর্ম বিরতি ঘোষণা করে ধরনায় শামিল হয়েছেন হাফলং পুরবোর্ডের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মোট ৯৯ জন কর্মচারী। এর মধ্যে রয়েছেন বোর্ডের ৩৫ জন সাফাইকর্মীও।

এদিকে পুরবোর্ডের সাফাই কর্মীরাও অনিৰ্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করায় হাফলং শহরে অবর্জনার স্তূপ জমা হয়ে এক পুঁতিগন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। পুরবোর্ডের সাফাইকর্মী সহ ৯৯ জন কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফলং পুরবোর্ড কর্তৃপক্ষ তাঁদের বকেয়া ১৮ মাসের বেতন মিটিয়ে না দেওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না।
এ প্রসঙ্গে হাফলং পুরবোর্ডের বড়বাবু জবলিং তারিয়াং জানিয়েছেন, বোর্ডের কর্মচারীরা ১৮ মাস থেকে বেতন না পেয়ে অসহায় হয়ে পড়েছেন। কর্মচারীরা তাঁদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এমন-কি ছেলেমেয়েদের পড়াশোনা, স্কুলের ফি পর্যন্ত দিতে পারছেন না। তার পরও পুরবোর্ড কর্তৃপক্ষ এ সকল কর্মচারীদের বেতন মিটিয়ে দিতে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ তুলে বড়বাবু আরও বলেন, ডিমা হাসাও জেলার বিভিন্ন সরকারি বিভাগের কাছে পুরবোর্ডের রাজস্ব পাওনা রয়েছে প্রায় তিন কোটি টাকা। তাছাড়া উত্তর কাছাড় পার্বত্য পরিষদের এন্ট্রি ট্যাক্স থেকে হাফলং পুরবোর্ড অর্ধেক রাজস্ব পায় তা-ও এখন বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া পার্কিং ট্যাক্স বাবদ বা বাজার থেকে যে পরিমাণ ট্যাক্স আসার কথা তা-ও ঠিকমতো আসছে না। শহরে যে পার্কিং ব্যবস্থা রয়েছে তা ঠিকাদারদের লিজে দিয়ে দেওয়ার জন্য পার্কিং বাবদ ট্যাক্স পাচ্ছে না হাফলং পুরপর্ষদ। যার দরুন কর্মচারীদের বেতন প্রদানে সমস্যা হচ্ছে, কর্মচারীরা তাঁদের ১৮ মাসের বেতন থেকে বঞ্চিত। সমস্যা এবার দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন বড়বাবু জবলিং তারিয়াং।

এদিকে হাফলং পুরবোর্ডের অন্যান্য কর্মচারী সহ সাফাইকর্মীরা জানিয়েছেন, ১৮ মাস থেকে বেতন না পেয়ে তাঁদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না তাঁরা। অনেক কর্মচারীর পরিবারে মুমূর্ষু রোগী রয়েছেন। কিন্তু বেতনহীনতার দরুন এদের চিকিৎসা করাতে পারছেন না। তাছাড়া বেতনহীন কর্মচারীদের এখন ব্যবসায়ীরা বাকিতে কোনও সামগ্ৰীও দিতে চাইছেন না। এতে অনেক কর্মচারী অৰ্ধাহারে দিন কাটাচ্ছেন বলে জানিয়ে কর্মচারীরা বলেন, হাফলং পুরবোর্ডের কর্মচারীরা বেতন সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলেও তাঁদের সাক্ষাৎ করতে দেওয়া হয় না। তাই এবার কর্মচারীদের ১৮ মাসের বেতন মিটিয়ে না দিলে কর্মচারীরা কোনও অবস্থায় কাজে যোগ দেবেন না বলে জানিয়ে দেন তাঁরা।