কোভিড-সংক্রমণ বেড়ে ২০,৫৫১; আরোগ্যের হার অপরিবর্তিতই, মৃত্যু ৭০ জনের

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ২০-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও রোজই চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৬০০-তে পৌঁছেছে, বৃহস্পতিবার সারাদিনে মৃত্যু হয়েছে ৭০ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমলেও ১ লক্ষ ৩৫ হাজারের ঊর্ধ্বেই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৬ লক্ষ ৯৫ হাজার ৮৩৫ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২,০৫,৫৯,৪৭,২৪৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৭০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৬০০ জন (১.১৯ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৪,৪৫,৬২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫০ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৫.১৪ শতাংশে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *