নয়াদিল্লি, ৫ আগস্ট ( হি.স.) : নতুন করে ২জি কেলেঙ্কারি মামলায় দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল সিবিআই। অভিযুক্তদের বেকসুর খালাস করার রায়ের বিরুদ্ধে যে আবেদন দিল্লি হাই কোর্টে জমা পড়েছে, সেই আবেদনের নিয়মিত শুনানির দাবি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলার সঙ্গে গোটা দেশের স্বার্থ জড়িয়ে। সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে। আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে এই মামলায়। সুতরাং, এই মামলার দ্রুত শুনানি হওয়া জরুরি।
২০১৭ সালের ডিসেম্বর মাসে দেশের অন্যতম বৃহত্তম কেলেঙ্কারি মামলার সব অভিযুক্তকেই নির্দোষ বলে রায় দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ সিবিআই আদালত। প্রায় ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার এই কেলেঙ্কারি ইউপিএ আমলে দেশজুড়ে প্রবল শোরগোল ফেলে দেয়। দুর্নীতিতে নাম জড়ায় একের পর এক রাজনীতির রাঘব বোয়ালদের। তৎকালীন মনমোহন সিং সরকারের আমলে ঘটা এই দুর্নীতি নিয়ে ২০১১ সালে মামলা শুরু হয়।
এ রাজা ও কানিমোঝি-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে সিবিআই। কিন্তু দীর্ঘ তদন্তপ্রক্রিয়া শেষেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করতে পারেনি ইডি বা সিবিআইয়ের মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার জেরে ২০১৭ সালে আদালত তিনটে মামলায় ১৬ অভিযুক্তকেই বেকসুর খালাস করে আদালত। বিশেষ সিবিআই আদালত সাফ জানিয়ে দেয় ২জি স্পেকট্রাম বণ্টনে কোনও দুর্নীতি হয়নি। যদিও সিবিআই সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু দীর্ঘদিন মামলায় কোনও অগ্রগতি নেই। সেকারণেই ফের প্রতিদিন মামলার শুনানি চেয়ে আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।