ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে খোয়াইয়ের বাইজল বাড়ি স্কুল। ৮-১ গোলের বিশাল ব্যবধানে খোয়াইয়ের বাইজল বাড়ি স্কুল প্রতিদ্বন্দ্বী ধর্মনগরের জীবন ত্রিপুরা স্কুলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য, রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ বছরের ছেলেদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার মোহনপুর মহকুমার ইশান চন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অন্তরা সরকার দেব। অনুষ্ঠানে পৌরহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের উপ-কধিকতা শিমল দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লকের ভিডিও নারায়ন মজুমদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে স্বাগত ভাষণ রাখেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সচিব অপু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে ঈশানপুর স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে। উল্লেখ্য, রাজ্য ভিত্তিক এই আসরে ৮টি জেলার চ্যাম্পিয়ন দল অংশ নিয়েছে।
2022-08-04