ফের বিঘ্নিত সংসদের কাজকর্ম, হইচইয়ে মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে, কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের হইচই ও স্লোগানে বৃহস্পতিবার বিঘ্নিত হয়েছে সংসদের উভয়কক্ষের কাজকর্ম। ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন বেলা এগারোটা নাগাদ উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, ফলে স্বাভাবিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না। তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। পরে লোকসভার অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বারোটা অবধি।

রাজ্যসভায় এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “এজেন্সির অপব্যবহার করা হচ্ছে এবং বিরোধীদের দমন করার জন্য সরকার প্রচেষ্টারত।” খাড়গে-কেও সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিষয়ে তিনি বলেছেন, “আমি অবশ্যই আইন মেনে চলতে চাই, কিন্তু সংসদের অধিবেশন চলাকালীন সমন পাঠানোর অর্থ কী? সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বাসভবন ঘেরাও করা পুলিশের পক্ষে কী ঠিক কাজ?…আমরা ভয় পাব না, আমরা লড়াই করব।” এদিন লোকসভাতেও ইডি-র অপব্যবহার প্রসঙ্গ উত্থাপণ করে বিক্ষোভ দেখান বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *