বালিকাদের এস.এম কাপ ফুটবল উদ্বোধনী ম্যাচে ঊনকোটি জয়ী

ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ৪ আগস্ট।। ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল বৃহস্পতিবার। এদিন বিকালে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।এছাড়াও  উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পিতা রূপক সরকার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকাদের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর ঊনকোটি জেলা এবং ধলাই জেলার মধ্যে উদ্বোধনী ম্যাচ হয়। এই উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে ধলাই জেলাকে পরাজিত করে ঊনকোটি জেলা। ঊনকোটি জেলার পক্ষে প্রথম গোলটি ১৭ মিনিটের ব্যবধানে রুশাঙ্গী ডারলং এবং ২৩ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন স্বপ্না মুন্ডা। এই উদ্বোধনী ম্যাচে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন, বর্তমান সরকার ছেলেমেয়েদের পড়াশোনার মধ্যে দিয়েও খেলাধুলার প্রতি আগ্রহ এবং গ্রামীন এলাকার খেলোয়ারদের তুলে আনার জন্য খেলো ভারত খেলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি প্রতিটি খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন উনার বক্তব্যের মধ্যে দিয়ে।