নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): হর ঘর তিরাঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে দিল্লির লালকেল্লা থেকে সাংসদদের জন্য বাইক র্যালির সূচনা করলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। বুধবার সকালে লালকেল্লা থেকে পতাকা নেড়ে বাইক র্যালির সূচনা করেছেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অনুরাগ সিং ঠাকুর প্রমুখ। লালকেল্লা থেকে শুরু হওয়া এই বাইক র্যালি যাবে সংসদ ভবন পর্যন্ত।
এদিন বাইক র্যালিতে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, আমরা তিরাঙ্গার মর্যাদা সমন্নুত রাখব। ১৩০ কোটি দেশবাসীকে ঐক্যবদ্ধ করে তিরাঙ্গা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে হর ঘর তিরাঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে এদিন এই বাইক র্যালির সূচনা করা হয়।