লাইট হাউস প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সরেজমিনে খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট (হি. স.) : লাইট হাউস প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ত্রিপুরায় আবাসনের সমস্যা সমাধানে এই প্রকল্প অতুলনীয় ভূমিকা নেবে। আজ আগরতলায় লাইট হাউস প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তাঁর কথায়, আগামী ৬ আগস্ট প্রধানমন্ত্রী লাইট হাউস প্রকল্প নিয়ে বৈঠক ডেকেছেন। তাই কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেব। এদিন তিনি বলেন, কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে ঠিকই। নির্মাণকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইট হাউস প্রকল্পে মধ্য প্রদেশের ইন্দোরে ১০২৪টি, গুজরাতের রাজকোটে ১১৪৪টি, তামিলনাড়ুর চেন্নাইতে ১১৫২টি, ঝাড়খন্ডের রাঁচিতে ১০০৮টি, উত্তর প্রদেশের লখনৌতে ১০৪০টি এবং ত্রিপুরার আগরতলায় ১০০০টি ফ্ল্যাট নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। নিউজিল্যান্ডের প্রযুক্তিকে ব্যবহার করে ওই ফ্ল্যাট নির্মিত হচ্ছে। অত্যন্ত কম খরচে অধিক টেকসই ওই ফ্ল্যাট নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে সহায়ক হবে। ইতিমধ্যে চেন্নাইতে লাইট হাউস প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

আজ আগরতলায় লাইট হাউস প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এদিন পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, মুখ্য সচিব জে কে সিনহা, নগরোন্নয়ন দফতরের সচিব এবং পুর নিগমের মেয়র দীপক মজুমদার। লাইট হাউস প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আগরতলা সহ দেশের ছয়টি রাজ্যে ওই প্রকল্প শুরু হয়েছে। তিনি বলেন, আগরতলায় ওই প্রকল্পে ১০০০টি ফ্ল্যাট নির্মিত হবে। মোট ৭ টি টাওয়ারে ১০০০টি ফ্ল্যাট নির্মিত হচ্ছে। তিনি জানান, আজ লাইট হাউস প্রকল্প পরিদর্শনে এসে একটি মডেল ফ্ল্যাট ঘুরে দেখেছি। কাজের অগ্রগতির খোঁজ নিয়েছি।এদিন তিনি বলেন, লাইট হাউস প্রকল্পে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রকল্পের বাস্তবায়নে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু, নির্মাণকারী সংস্থাকে দ্রুত কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছি। তাছাড়া, স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। তাঁর কথায়, আগামী ৬ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইট হাউস প্রকল্প নিয়ে বৈঠক ডেকেছেন। তাই, আজ সরেজমিনে খতিয়ে দেখে তাঁর কাছে রিপোর্ট জমা দেব। তাঁর আশা, ২০২৩ বিধানসভা নির্বাচনের আগেই ওই প্রকল্পে নির্মাণ কাজ সমাপ্ত হবে। কারণ, ইতিমধ্যে ৯০০টি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৫০০০ টাকা করে জমা পরেছে। ফলে, ওই প্রকল্প দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত হোক তার সমস্ত ব্যবস্থা করা হবে, বলেন মুখ্যমন্ত্রী।