বিশালগড় (ত্রিপুরা), ১ আগস্ট (হি.স.) : আজ সোমবার সকালে স্থানীয় রেল লাইনের পাশ থেকে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি বিশালগড়ের সিন্দুকপাথর এলাকার শান্তিরবাজারের বাসিন্দা তপন পালের বছর ২৭-এর ছেলে সূর্য পাল বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, আজ সকালে বিশালগড়ের হরিশনগর এলাকায় রেলওয়ে ট্র্যাকের পাশে এক যুবকের মৃতদেহ দেখে ভিড় জমান কৌতূহলী জনতা। তাঁরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত হন বিশালগড় থানার ওসি হিমাদ্রি সরকার।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, মৃত যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন। কেননা, মৃতের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি বিষের শিশি। পুলিশ মৃত যুবকের পরনের পোশাক থেকে একটি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ও ভোটার আইডি উদ্ধার করেছেন। এ থেকে তাঁরা নিহতকে বিশালগড়ের সিন্দুকপাথর এলাকার শান্তিরবাজারের তপন পালের ছেলে সূর্য পাল (২৭) বলে শনাক্ত করেছেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।