নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): দিল্লি পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হওয়ার পর সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন আইপিএস অফিসার সঞ্জয় অরোরা। এর আগে তিনি আইটিবিপি-র প্রধান পদে কর্মরত ছিলেন। সোমবার দিল্লি পুলিশের সদর দফতরে গিয়ে নতুন পদে কার্যভার গ্রহণ করেন তিনি। রাজস্থানের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক সঞ্জয় অরোরা তামিলনাড়ু পুলিশের বিভিন্ন পদে কাজ করেন।
স্পেশ্যাল টাক্স ফোর্সের এসপি হিসেবে বীরাপ্পনের বিরুদ্ধে অভিযানে বিশেষ সাফল্য পেয়েছিলেন। দিল্লির পুলিশ কমিশনার হিসেবে তাঁর নিযুক্তির সঙ্গে প্রাক্তন কমিশনার রাকেশ আস্থানার কার্যকালের মেয়াদ বৃদ্ধির জল্পনার অবসান হল। এদিকে, আইটিবিপি-র ডিজি হিসাবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ডিজি এস এল থাওসেন।

