মেখলিগঞ্জ সীমান্তে ধৃত বাংলাদেশি যুবক

মেখলিগঞ্জ , ১ আগস্ট (হি. স.) : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির খোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে ধৃত এক বাংলাদেশি যুবক। প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা গেছে, কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করছিল ওই যুবক।

সোমবার কুচলিবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মেখলিগঞ্জ সীমান্তে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএস ওই যুবককে আটক করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম দীপচন্দ্র রায়। বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বুড়িরবাজারে। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিগ্রেডিয়ার বিজয় মেহতা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই যুবক কাজের সন্ধানে ভারতে প্রবেশ করে। আমাদের জওয়ানরা সদাতৎপর থাকায় গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেই।’