নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের ৪৯ কেজি বিভাগে ভারতকে প্রথম স্বর্ণপদক জেতার জন্য ভারতীয় তারকা মহিলা উত্তোলক মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করেছেন, “মিরাবাই চানু ভারোত্তোলনে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন, কমনওয়েলথ গেমসে একটি নতুন রেকর্ড গড়েছেন। এই গেমসে ভারতের জন্য তার প্রথম স্বর্ণপদক দেশজুড়ে আনন্দ ও উদযাপনের ঢেউ তৈরি করেছে। সাবাশ, মীরাবাই! ভারত আপনাকে এবং আপনার পদক নিয়ে গর্বিত।