হাফলং (অসম), ৩১ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলা কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন, জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বর্তমান জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসাকে ইতিমধ্যে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে। তাই ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি পদের দাবিদার থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
আগামী ১ আগস্ট ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি, চারটি উপ-সভাপতি এবং কোষাধ্যক্ষ সহ ছয়টি পদের জন্য মোট নয়জন মননোয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে জেলা সভাপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কালিজয় সেংইয়ং এবং প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেসের মুখপাত্র সমরজিৎ হাফলংবার। তাছাড়া চারটি উপ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন মোট পাঁচজন। তাঁরা হাইজারাম্বে জেমি, রুদ্রজিৎ লাইসরাম, ওভাস্টিং পাচুয়াং, অরিপম বডো এবং লালাথাংসাঙ্গা কেভম। তবে কোষাধ্যক্ষ পদের জন্য শুধু একজনই মননোয়নপত্র দাখিল করেছেন, তিনি মুজিবুর রহমান।
কংগ্রেস নেতা মহেন্দ্রচন্দ্র নুনিসা জানিয়েছেন, জেলা কংগ্রেসের সভাপতি ও উপ-সভাপতি বা কোষাধ্যক্ষের নির্বাচনের জন্য যে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল শনিবার। এদিন কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি জানিয়েছেন, ১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩-টা পর্যন্ত এই পদগুলির জন্য ভোটগ্রহণ হবে। ভোট গণনা এদিনই।
তিনি বলেন, ইতিমধ্যে কংগ্রেসের সব কয়টি বুথ কমিটি গঠন হয়েছে। তাছাড়া জেলা কংগ্রেসের মোট ছয়টি ব্লক কংগ্রেসের নির্বাচন সম্পন্ন হয়েছে। ছয়টি ব্লক কংগ্রেসের মোট ৪২ জন ভোটার এই ছয়টি পদের জন্য ভোট দান করবেন, জানিয়েছেন মহেন্দ্রচন্দ্র নুনিসা।
বর্তমানে সমগ্র রাজ্যে কংগ্রেসের অবস্থা শোচনীয়। অনেক কংগ্রেস নেতা ও কর্মী দলের বর্তমান শোচনীয় অবস্থার দরুন দবীয় নেতৃত্বের ওপর আস্থা রাখতে না পেরে দল ছাড়ছেন। এমতাবস্থায় ডিমা হাসাও জেলা কংগ্রেসের পরবর্তী সভাপতি কালিজয় সেংইয়ং না-সমরজিৎ হাফলংবার হচ্ছেন তা নির্ণয় হবে আগামীকাল ১ আগস্ট।