ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। সম্ভাব্য দল ঘোষিত। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের জন্য বাছাইকৃত ৩৪ জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ আজ বাছাইকৃত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। ক্রমান্বয়ে বেশ কয়েকদিন প্রশিক্ষণ পর্বের শেষে ৩৪ জন ক্রিকেটারকে শর্টলিস্টেড করা হয়েছে। ২০২২-২৩ মরশুমে অনূর্ধ্ব ১৯ ত্রিপুরা দলের হয়ে খেলার জন্য। বাছাইকৃত খেলোয়ারদের আগামী ১ আগস্ট, সোমবার বেলা দুইটায় এমবিবি স্টেডিয়ামে প্রধান কোচ গৌতম সোম এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বাছাইকৃত ক্রিকেটাররা হলো – অরিজিৎ দেবনাথ, প্রীতম দাস, আনন্দ ভৌমিক, দুর্লভ রায়, তনয় মন্ডল, প্রিয়াংশ মিত্র, সপ্তজিৎ দাস, আরমান হোসেন, রাহুল সূত্রধর, স্পর্শ দেববর্মা, শ্রাবণ গোস্বামী, দ্বীপজয় দেব, নবারুণ চক্রবর্তী, রীব্রজিৎ দাস, আব্দুল কালাম, দেবরাজ দে, রাজদীপ দত্ত, নবব্রত শীল, আকাশ দাস, প্রীতম দেব, সৌরভ সাহা, আকাশ আচার্য, অর্কজিৎ দাস, রোহন বিশ্বাস, তথাগত চক্রবর্তী, দ্বীপ্তনু চক্রবর্তী, অর্কদ্যূতি দেব, করণ দে, দীপায়ন দাস, অর্কজিত পাল, প্রিয়াংশু দে, সম্রাট বিশ্বাস, সম্রাট দাস ও ধৃতিমান নন্দী। সাপোর্ট স্টাফরা হলেন- কোচ সুবল চৌধুরী, অনুপ কুমার দাস ও অনুপম দে; ফিজিও রাজন চৌধুরী, ট্রেইনার বাপি বিশ্বাস, ভিডিও এনালিস্ট শুভেন্দু ভট্টাচার্য।
2022-07-30