ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। রাজ্য ফুটবলের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রাক্তন ফুটবলাররা এক দারুন উদ্যোগ গ্রহণ করেছেন। রাজ্য ফুটবলের উন্নতি কল্পে আগামীকাল বিকেল চারটায় ত্রিপুরা ভেটারেন ফুটবলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশালগড়ে মতিনগর পল্লী ক্রীড়া একাডেমীকে, মতিনগর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে খেলোয়ারদের হাতে ফুটবল প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হবে। সংস্থার সম্পাদক রঞ্জিত কুমার দেব এক বিবৃতিতে এ খবর জানিয়ে সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদানের অনুরোধ জানিয়েছেন।
2022-07-30