Eknath Shinde:সাংবিধানিক নৈতিকতার অধীনে কথা বলা উচিত রাজ্যপালের, কোশিয়ারির মন্তব্যের প্রেক্ষিতে একনাথ

মুম্বই, ৩০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, সাংবিধানিক নৈতিকতার অধীনে কথা বলা উচিত রাজ্যপালের। শুক্রবার রাজ্যপাল কোশিয়ারি একটি অনুষ্ঠানে বলেছিলেন, “গুজরাটি এবং রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।”

সেই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “রাজ্যপালের নিজস্ব ব্যক্তিগত মতামত আছে ঠিকই, কিন্তু আমরা তাঁর এই বক্তব্য সমর্থন করছি না। রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ। তাঁকে সংবিধানের নৈতিকতার অধীনে কথা বলতে হবে। মুম্বইয়ে মুম্বাইকার এবং মারাঠি জনগণের অবদান আমরা কখনই ভুলব না।”
কোশিয়ারির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তিনি বলেন, “কোশিয়ারির এ হেন মন্তব্য অত্যন্ত সংবেদনশীল। রাজ্যপাল তাঁর সীমা লঙ্ঘন করেছেন।” এ কথা জানানোর পাশাপাশি রাজ্যপালকে উদ্ধবের ‘পরামর্শ’, কোশিয়ারির নিজের পদমর্যাদা রক্ষা করা উচিত।