কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। পাশাপাশি শনিবার সকাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ভুয়ো সংস্থার ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও এবার খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে তাঁর নামে থাকা মোট ৬টি সংস্থার সন্ধান মিলেছে। রিয়েল এস্টেটের পর টেক্সটাইল সংস্থারও গোয়েন্দারা হদিশ পেয়েছেন বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা টেক্সটাইল সংস্থায় কাজে লাগানো হত বলেই অনুমান করা হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে পৌঁছত, তা জানতে চান গোয়েন্দারা। অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকার উৎস কী, তা নিয়ে প্রশ্ন ওঠে। জেরায় অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের।
অন্যদিকে, ইডির নজরে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতেন এমন কয়েকজন ছাত্রনেতা। ইডি সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের কথা বলিয়ে দিতেন এবং টাকা নিতেন এই ছাত্র নেতারাই। ৫ ছাত্রনেতার আয়-ব্যয়ের ও সম্পত্তির খোঁজ নেওয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা। হিন্দুস্থান সমাচার / সোনালি / কাকলি
‘পপ সম্রাজ্ঞী’ শাকিরার বিরুদ্ধে স্পেনে কর ফাঁকি দেওয়ার অভিযোগ
মাদ্রিদ, ৩০ জুলাই (হি. স.) : স্পেনে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘পপ সম্রাজ্ঞী’ শাকিরার বিরুদ্ধে। ১.৪৫ কোটি ইউরোরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ করা হয়েছে কলম্বিয়ার এই তারকার বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে শাকিরার আট বছরের জেল হতে পারে। পাশাপাশি ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে পারে শাকিরাকে।
স্পেনের সরকারি আইনজীবীর তরফে দাবি করা হয়েছে যে, বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ২০১১ সালে স্পেনে বসবাস শুরু করেন শাকিরা। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনের সাধারণ নাগরিক ছিলেন শাকিরা। ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় বাড়ি কিনেছিলেন গায়িকা। শাকিরার তরফে দাবি করা হয়েছে, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল তাঁর নাম।
সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার বিষয়টি চুক্তির মাধ্যমে মিটমাট করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাকিরাকে। কিন্তু তাতে তিনি রাজি হননি। তবে স্পেনের সরকারি আইনজীবীর তরফে শাকিরাকে কী চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা জানা যায়নি। এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণও জানানো হয়নি। উল্লেখ্য, কয়েক মাস আগেই বিচ্ছেদ ঘোষণা করেন জেরার্ড পিকে ও শাকিরা। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদ ঘোষণার পরই শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এল।