নয়াদিল্লি, ৩০ জুলাই ( হি.স.) : আর্থিক দুর্নীতি মামলায় কর্ণাটক কংগ্রেস নেতা ডি কে শিবকুমার সহ চার অভিযুক্তের জামিন আবেদনের শুনানির সময় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত রায় সংরক্ষণ করেছে। আগামী ২ আগস্ট বিশেষ জজ বিকাশ ধুল চারজনের জামিন আবেদনের ওপর রায় ঘোষণা করবেন।
শনিবার এই মামলার অভিযুক্ত ডি কে শিবকুমার সহ অভিযুক্তদেরদের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। শুনানির সময় ডি কে শিবকুমার ছাড়া চার অভিযুক্তের দায়ের করা জামিনের আবেদনের উপর ইডি তার জবাব দাখিল করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় সংরক্ষণ করে।
গত ১ জুলাই চার অভিযুক্তদের পক্ষে জামিন আবেদন করা হয়। জামিন আবেদনের শুনানির সময় আদালত ইডি-কে নোটিশ জারি করেছিল। শুনানির সময় শিবকুমার ছাড়াও অভিযুক্ত শচীন নারায়ণ, সুনীল কুমার শর্মা, অঞ্জনেয়া হনুমান্থাইয়া এবং রাজেন্দ্র এন আদালতে হাজির ছিলেন। এই মামলায় ইতিমধ্যেই শিবকুমারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট।