জেলা প্রশাসনের উদ্যোগে দেশভক্তি দিবস উদযাপিত হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম), ২৮ জুলাই (হি.স.) : যথাযোগ্য মর্যাদায় হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেনানী দেশভক্ত তরুণরাম ফুকনের মৃত্যুদিবস তথা দেশভক্তি দিবস পালিত।

আজ বৃহস্পতিবার জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জেলাশাসকের সভাকক্ষে দেশভক্তি দিবস উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় পৌরোহিত্য করেন জেলাশাসক হিভারে নিসর্গ। সভার শুরুতে তরুণরাম ফুকনের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ্য নিবেদন করেন জেলাশাসক নিসর্গ, প্রবীণ নাগরিক তথা সাংবাদিক সন্তোষ মজুমদার, অধ্যাপক বরুণ সিনহা, ডা. নারায়ণ দেবনাথ, সুব্রত শর্মামজুমদার, ভগবানদাস সারদা, রাজ্জাক উদ্দিন লস্কর, তরুণ পাল প্রমুখ পদস্থ আধিকারিকগণ।

জেলাশাসক স্বাগত বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, রাজ্য সরকার তরুণরাম ফুকনের প্রয়াণ দিনকে দেশভক্তি দিবস হিসেবে ঘোষণা করেছে। তাই বর্তমান প্রজন্মকে এই মহান ব্যক্তি সম্পর্কে জ্ঞাত হতে তাঁর জীবনী অধ্যয়ন করা উচিত। একই সঙ্গে তিনি জেলাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

এর পর তরুণরাম ফুকনের জীবন বৃত্তান্ত নিয়ে ঐতিহাসিক পৃক্ষাপটে বক্তব্য পেশ করেন শিক্ষক জ্যোতিষ ডেকা, খাইরুদ্দিন মজুমদার ও সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ডা. নারায়ণ দেবনাথ। বক্তারা রাজ্য সরকারের এই প্রয়াসের সাধুবাদ জানিয়ে ভবিষ্যত প্রজন্মকে মহান সব স্বাধীনতা সংগ্রামীদের আরও বেশি করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং মনন করার জন্য আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিসি রঞ্জিত কুমার লস্কর, অতিরিক্ত জেলাশাসক ত্রিদিব রায়, সপ্ততী এন্দো, দীপমালা গোয়ালা, জেলা পরিষদের সিইইও জয়দীপ শুক্লা, ভারপ্রাপ্ত ডিআরপিও মূর্ছনা মালাকার। এছাড়া বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেন ডিডিসি রঞ্জিত কুমার লস্কর। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *