অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যে কংগ্রেসকে চেপে ধরল বিজেপি, সংসদে বিক্ষোভ মহিলা সাংসদদের

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বেকায়দায় পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসকে চেপে ধরল বিজেপি। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে অধীরের মন্তব্যের নিন্দা করে বিক্ষোভ দেখালেন বিজেপির মহিলা সাংসদরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানাতে থাকেন বিজেপির মহিলা সাংসদরা। অধীরকে ক্ষমা চাইতেই হবে, এই দাবি জানাতে থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি সাংসদ নির্মলা সীতারামন, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ বিজেপি সাংসদরা। নির্মলা এদিন বলেছেন, “অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন তিনি। সোনিয়া গান্ধীর উচিত ভারত ও দেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া।”

এদিকে, অধীরের বক্তব্য শুনে বোঝাই যাচ্ছে নিজের বক্তব্যে তিনি মোটেও অনুতপ্ত নন। এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেছেন, “ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি ভুল করে বলেছিলাম ‘রাষ্ট্রপত্নী’, এখন যদি এ জন্য আমাকে ফাঁসি দিতে চান, তাহলে আপনারা তা করতে পারেন… ক্ষমতাসীন দল ইচ্ছাকৃতভাবে ছোট বিষয়কে বড় বানানোর চেষ্টা করছে।” যাইহোক সোনিয়া গান্ধী এদিন বলেছেন, “তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *