Tripura:পুকুরে বিষ ঢেলে দেয়ায় মৃত্যু প্রায় তিনশ কেজি মাছের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ পুকুরে বিষক্রিয়ার ফলে মৃত্যু প্রায় তিনশ কেজি মাছের৷ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছেন পুকুরের মালিক৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, সিপিআইএম খয়েরপুর অঞ্চল কমিটির সদস্য কাজল দাস গত শনিবার দিন শিলচরস্থিত নিজের বোনের বাড়িতে গেছিলেন৷ কিন্তু গতকাল তিনি বাড়ি ফিরে এসে দেখেন কে বা কারা তার পুকুরে বিষ ঠেলে দিয়েছে৷ যার ফলে পুকুরের সমস্ত মাছ মরে গেছে৷ ঘটনার খবর পেয়ে বুধবার পবিত্র কর ছুটে যান কাজল দাসের বাড়িতে৷ তিনি গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ 

তিনি বলেন, বাম নেতা কাজল দাসের পরিবার মাছ চাষের উপর নির্ভরশীল ছিলেন৷ প্রায় ৩০০ কেজি মাছের মৃত্যুতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কাজল দাস৷ এর আগেও একবার দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে জানিয়েছেন তিনি৷