Chess Olympiad:চেস্ আলিম্পিয়াডে ভলান্টিয়ারের ভূমিকায় ত্রিপুরার মুসকান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। ত্রিপুরার মুসকান এখন চেন্নাইয়ে। দাবা জগতে জীবনের সেরা অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে, তার কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। দাবার বোর্ডে গুটিতে চাল দেওয়ার জন্য নয়। বিশ্বের বৃহত্তম দাবা প্রতিযোগিতার আসর চেস অলিম্পিয়াডে ভলেন্টিয়ারের ভূমিকা পালন করবে ত্রিপুরার মুসকান দেবনাথ। প্রায় দেড় মাসাধিক কাল আগেই ত্রিপুরার মুসকানের কাছে চেস অলিম্পিয়াড থেকে আমন্ত্রণপত্র আসে। খেলার জন্য নয়, ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য। নিঃসন্দেহে এটি একটি অসামান্য সম্মান স্বরূপ আমন্ত্রণ। ভারতে প্রথম বারের মতো চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে লড়াই শুরু ২৯ জুলাই থেকে। চলবে ৯ আগস্ট পর্যন্ত। তামিলনাড়ুর চেন্নাইয়ে ৪৪-তম চেস অলিম্পিয়াড- 2022 অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ দাবা প্রতিযোগিতার আয়োজন এটি। ১৮৭টি দেশ থেকে দুই হাজারেরও বেশি দাবাড়ু এতে সামিল হচ্ছেন। ভারতের “চেস ক্যাপিটাল” হিসেবে বিখ্যাত চেন্নাই শহরে এবারকার এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য ত্রিপুরার প্রতিভাবান মহিলা দাবাড়ু মুসকান দেবনাথ আমন্ত্রণ পেয়ে যথাস্থানে পৌঁছেছে। সুচি অনুযায়ী মুসকানকে সেখানে ২১ জুলাই রিপোর্ট করতে হয়েছে। এতদিন চলছিল তার প্রশিক্ষণ পর্ব। ১১ আগস্ট এক অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের প্রশংসা পত্র প্রদান করার মধ্য দিয়ে মুসকানকে সম্মানিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *