নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): কংগ্রেসের অন্তর্বর্তী সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জেরার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেস। কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচির নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বললেন, তাঁরা যদি কোনও দুর্নীতি না করে থাকে, তাহলে এত ভয় কীসের?
বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে ধর্ষণ, খুনের ঘটনা ঘটছে, কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার পরিবর্তে দিল্লিতে ক্যাম্প করছেন।” সরাসরি তাঁর প্রশ্ন, তাঁরা যদি কোনও দুর্নীতি না করে থাকে, তাহলে এত ভয় কীসের জন্য পাচ্ছে?

