নাবালিকা অপহরণ কান্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ টিসিপিসিআর চেয়ারপার্সনের, ক্ষুব্ধ জনতার থানা ঘেরাও ও পথ অবরোধ

সোনামুড়া, ২৬ জুলাই : নাবালিকা অপহরণ কান্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন এণ্ড চাইল্ড রাইটস-র (টিসিপিসিআর) চেয়ারপার্সন নীলিমা ঘোষ। আজ সোনামুড়া থানাধীন কালাপানি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নাবালিকার অপহরণের ঘটনায় তার পরিবারের সাথে সাক্ষাতের পর এভাবে ক্ষোভ উগড়ালেন তিনি। এদিকে, ক্ষুব্ধ জনতা ওই ঘটনায় সোনামুড়া থানা ঘেরাও করেছেন। প্রতিবাদী ছাত্র সমাজ নাবালিকা উদ্ধার এবং অপহরণকারীর গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেছে।

অপহরণের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সোনামুড়া থানার পুলিশ নাবালিকার হদিস পায়নি। এদিন চাইল্ড লাইনের আধিকারিকদের সঙ্গে নিয়ে টিসিপিসিআর চেয়ারপারসন নীলিমা ঘোষ অপহৃতা নাবালিকার বাড়িতে যান। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়েছেন নাবালিকার মা ও পরিবার-পরিজনেরা। সোনামুড়া থানার পুলিশ দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ না করলে আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নীলিমা ঘোষ। 

উল্লেখ্য, রবিবার সকালে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় সোনামুড়া থানাধীন কালাপানি গ্ৰাম পঞ্চায়েতর ৬ নং ওয়ার্ড এলাকার এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় একদল দুষ্কৃতী। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এদিকে, নাবালিকার পরিবারের সদস্যরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে সোনামুড়া থানায় ঘেরাও করেছেন। পুলিশ তাঁদের আশ্বস্ত করেছে, খুব শীঘ্রই নাবালিকাকে উদ্ধার করা হবে এবং অপহরণকারী পুলিশের জালে ধরা পড়বে। কিন্তু, পুলিশের এই আশ্বাসে আশ্বস্ত হওয়ার বদলে ছাত্র সমাজ নাবালিকা উদ্ধারের দাবিতে রাস্তায় বসে পড়েছে। তাঁরা সোনামুড়ায় পথ অবরোধ করেছে। তাঁদের বক্তব্য, পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের। তবুও, তিনদিন হয়ে গেছে নাবালিকা অপহরণের বিষয়টি মেনে নেওয়া যাচ্ছে না। তাই, ওই নাবালিকাকে উদ্ধার এবং অপহরণকারীর গ্রেফতারের দাবিতে ছাত্ররা পথ অবরোধ করেছে।