ফলপ্রসু বাদল অধিবেশনই লক্ষ্য, শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): সংসদের চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে আবারও বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিনও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, কিরেণ রিজিজু প্রমুখ।

এদিকে, এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে লোকসভা বেলা ১১.৪৫ মিনিট ও রাজ্যসভা দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। বিরোধীদের স্লোগানের কারণে ঠিকভাবে কাজ চালানো সম্ভব হয়নি সংসদের উভয়কক্ষে। এদিন কংগ্রেস সাংসদরা এদিন নিজেদের কৌশল ঠিক করতে সংসদে নিজেদের মধ্যে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *