জেনেভা, ২৬ জুলাই (হি.স.) : মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে আটকানো সম্ভব। এমনটাই মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’ )। সকলকে আস্বস্ত করে ‘হু’ জানিয়েছে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মাঙ্কিপক্সকে রুখে দেওয়া সম্ভব।
ক্রমেই বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক। অতিমারীর আবহেই মাঙ্কিপক্সকে ঘিরে নানা গুঞ্জনের শেষ নেই। কিন্তু এই পরিস্থিতিতে সকলকে আস্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’ ) । ‘হু’-র প্রযুক্তি বিভাগের শীর্ষকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মাঙ্কিপক্সকে রুখে দেওয়া সম্ভব। তবে সেজন্য সঠিক পদক্ষেপ করতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে। আমাদের সকলের উচিত একসঙ্গে মিলে লড়াই করা।”
উল্লেখ্য, গত শনিবারই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ইতিমধ্যে ৭৫টি দেশে ১৬ হাজার মাঙ্কিপক্সে সংক্রমিতের হদিশ মিলেছে। সন্দেহভাজন আরও হাজার দেড়েক। অধিকাংশই ইউরোপের বাসিন্দা। ভাইরাসটি অতি সংক্রামক হওয়ায় ঝড়ের গতিতে সংক্রমণ বাড়ছে। যে দেশগুলিতে মাঙ্কিপক্স বিরাট পরিমাণে ছড়াতে পারেনি তাদেরকে সংক্রমণ রুখতে পরামর্শ দিয়েছেন হু-র বিশেষজ্ঞ চিকিৎসকরা। আক্রান্ত ব্যক্তির খোঁজ পেলেই তাঁকে নিভৃতবাসে রেখে চিকিৎসা করার পরামর্শ দিয়েছে হু। এছাড়াও সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশিকায়।