কুত্সার জবাব জনগণ ও বিজেপি দেবে, বহিষ্কার ইস্যুতে ত্রিপুরায় ফিরে হুঙ্কার বিপ্লবের

আগরতলা, ২৬ জুলাই (হি. স.) : কুত্সার জবাব জনগণ ও বিজেপি দেবে। বহিষ্কার ইস্যুতে রাজ্যে ফিরে এভাবেই হুঙ্কার দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তাঁর কথায়, কুত্সা যাঁরাই রটাচ্ছেন তাঁরা বিজেপিকে বুঝেন না। তাই তাঁদের চলে যেতে হয়েছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কারণ, জনগণ এবং দলের প্রতি রয়েছে আমার অগাধ আস্থা ও বিশ্বাস।

সম্প্রতি ত্রিপুরায় বিজেপি থেকে বিপ্লব কুমার দেবকে বরখাস্ত করা হবে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে তোলপাড় অবস্থা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর থেকেই বিপ্লব কুমার দেবকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে, আজ দিল্লি থেকে সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, বিজেপিকে শুধুই বিজেপি পরিচালনা করে। প্রদেশ সভাপতি ছিলাম, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। বিজেপিকে এমনটা ভাবা উচিত হবে না। তিনি স্পষ্ট বোঝাতে চেয়েছেন, বিজেপিকে কেউ পরিচালনা করবে এমন সাধ্য এখনো কারোর হয়নি। তাই, বিজেপির সম্পর্কে যাঁরা কুত্সা করেন জনগণ ও দল তার জবাব দেবে।

তাঁর কথায়, ষড়যন্ত্রে বিশ্বাস করি না। জনগণ ও বিজেপিতে অগাধ আস্থা ও বিশ্বাস আমার। কারণ, বিজেপি একমাত্র দল ছোট কার্যকর্তা থেকে প্রধানমন্ত্রী বানাতে সক্ষম। দল থেকে বহিষ্কার নিয়ে তাঁর বক্তব্য, যাঁরা এভাবে কুত্সা করেন তাঁদের পক্ষে বিজেপিকে বোঝা সম্ভব নয়। বিজেপিকে বুঝতে পারেন না বলেই তাঁদের চলে যেতে হয়েছে।

এদিন তিনি বারেবারেই বোঝাতে চেয়েছেন, বিজেপি ছেড়ে চলে গেছেন, তাঁরাই এখন বিপ্লব কুমার দেবের বহিষ্কারের গুজব ছড়াচ্ছেন। তাতে মূলত, তিনি কংগ্রেস এবং সুদীপ রায় বর্মণদের দিকেই ইঙ্গিত করেছেন, এমনটাই দাবি রাজনৈতিক মহলের।

এদিকে, আজ বিপ্লব কুমার দেব ত্রিপুরায় ফিরেই দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন। বিমান বন্দর থেকে তিনি সোজা দলের প্রদেশ মুখ্য কার্যালয়ে চলে গেছেন। সেখানে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষের পৌরহিত্যে সাংগঠনিক বৈঠকে তিনি অংশ নিয়েছেন।