আগরতলা, ২৬ জুলাই৷৷ সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলায় জড়িয়ে জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সেবা দলের তরফ থেকে দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের অঙ্গ হিসেবে আজ আগরতলার গান্ধী ঘাটে সেবা দলের উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত করা হয়৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার দিল্লিতে পুনরায় ইডির কার্যালয়ে হাজির হন৷
সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলায় জড়িয়ে ইডি হয়রানি করছে৷ এ ধরনের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে আন্দোলনের শামিল হয়েছে কংগ্রেস সেবা দল৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজ্যেও কংগ্রেস সেবা দলের তরফ থেকে সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত করা হয়৷ এ উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে রেলি করে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা গান্ধী-ঘাটে গিয়ে সত্যাগ্রহ আন্দোলনের শামিল হন৷
এদিন সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চক্রান্ত করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ইডিকে দিয়ে হয়রানি করা হচ্ছে৷ এ ধরনের রাজনৈতিক চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷
তিনি বলেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে দেশব্যাপী আজ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে৷ এই আন্দোলন কর্মসূচি সফল করার জন্য প্রদেশ কংগ্রেসও শামিল হয়েছে৷ এদিন গান্ধী ঘাটে সত্যাগ্রহ আন্দোলনে শামিল হন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ,সেবা দলের রাজ্য কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল সহ সর্বস্তরের নেতা কর্মী সমর্থকরা৷ অবিলম্বে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলা থেকে রেহাই না দিলে কংগ্রেস দল দেশ জুড়ে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷