নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): দেশে করোনাভাইরাসের প্রভাব এখনও রয়েছে, তাই সেনসাস ২০২১ বা জনগণনা সংক্রান্ত সমস্ত কাজ স্থগিত আছে। লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। দেশে কবে থেকে এনআরসি, সিএএ-চালু হয় তা নিয়ে জল্পনা আছে। এই সবগুলিই জনগণনা বা সেনসাস সংক্রান্ত কাজ।
এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, কোভিড-১৯ মহামারীর কারণে সেনসাস ২০২১ ও সেই সংক্রান্ত সমস্ত কাজ স্থগিত রয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত কাজ স্থগিতই থাকবে।