সীমান্তে অভিযান, ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার বিএসএফ-র

স্বরূপনগর , ২৬ জুলাই (হি স)। সীমান্তে মাদক পাচারের খবর পেতেই অভিযান চালাল বিএসএফ। দাবি, সেই অভিযান থেকে ৪২০ টি নেশার ওষুধের বোতল মিলেছে। সঙ্গে উদ্ধার দু কিলোগ্রাম গাজা। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা স্বরূপনগরের বিথারী সীমান্তে ঘটনাটি ঘটে।

বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথানী সীমান্তে সোনাই নদী দিয়ে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে। এর পর আর দেরি করেননি সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। অভিযান চালান ওই এলাকায়। আর তার পরই চক্ষু চড়কগাছ। বিএসএফের দাবি, পাচারকারীদের কাছ থেকে দু কিলোগ্রাম গাজার পাশাপাশি ফেনসিডিলের ৪২০ টি বোতলও উদ্ধার হয়েছে। বস্তায় ভর্তি ছিল সেগুলি। বেশিরভাগ পাচারকারীই বাংলাদেশের দিকে পালিয়ে গেলেও দুজন অভিযুক্তকে বাগে পায় বিএসএফ। তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।