নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়, সেখানে দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। শপথগ্রহণের সময় দ্রৌপদী মুর্মুর পাশেই ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। করতালি দিয়ে দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানানো হয়।
সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অধিকারিকগণ। রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণের পর সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য রাখেন দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, “সমস্ত ভারতীয়দের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং অধিকারের প্রতীক-সংসদে দাঁড়িয়ে, আমি বিনীতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস ও সমর্থনই এই নতুন দায়িত্ব পালনের জন্য একটি বড় শক্তি জোগাবে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, “আমি দেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীন ভারতের নাগরিকদের স্বার্থে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে হবে।”
রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের শুরু হয় দেশের নতুন রাষ্ট্রপতির। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পর তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে, সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের উদ্দেশে রওনা হন দ্রৌপদী ও কোবিন্দ। এরপর সংসদের সেন্ট্রাল হলে ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু হলেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা এবং স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি।