বেঙ্গালুরু, ২৪ জুলাই ( হি.স.) : রবিবার ভোররাতে অন্ধ্র প্রদেশের চিত্তুরের কাছে একটি সড়ক দুর্ঘটনায় কর্ণাটকের তিন পুলিশ কর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন বলে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, পুলিশ কর্মীদের বেঙ্গালুরুর শিবাজিনগর থানায় স্থানান্তরিত করা হয়েছিল। সূত্রের মতে, পুলিশ কর্মীরা চিত্তুরে একজন মাদক ব্যবসায়ীকে ধরতে যাওয়ার সময় তাদের গাড়িটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে।
কর্ণাটক থেকে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছে। মৃতদেহ ও আহতদের বেঙ্গালুরুতে আনার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

