Death:সাব্রুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের লালটিলা এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন শ্রমিকের৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ গত শনিবারের মত আজ শনিবার সন্ধ্যা ছয়টায় সাব্রুমের লালটিলা এলাকায় নতুন বিদ্যুতের খুঁটিতে সংযোগের লাইনে কাজ করতে গিয়ে খুটি বসানোর সময় হঠাৎ খুটি বেকে গিয়ে ১১,০০০ ভোল্টের তড়িৎ পরিবাহিত তারের উপর ছিটকে পড়ে৷ ঘটনাস্থলে বিদ্যুতের ছোবলে তিনজন শ্রমিক  মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ মৃতরা হল সঞ্জীব ত্রিপুরা (৩৪),পিতা মৃত:-পুত্রা ত্রিপুরা,বাড়ি চালিতা ছড়ি৷ হৃদয় ত্রিপুরা (১৬),পিতা:-বিনয় ত্রিপুরা বাড়ি চালিতা ছড়ি৷ উপেন্দ্র ত্রিপুরা (২৭) পিতার নাম পাওয়া যায়নি৷ বাড়ি- চালিতা ছড়ি৷ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের নাম বিকাশ মল্ল৷ বাড়ি সাব্রুম মহকুমার শ্রীনগর সুকলটিলা৷ দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ অসাবধানতা বসতই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা যায়৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং মৃত শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে৷