নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ জোত জমিতে জোরপূর্বক টাওয়ার বসানোর চেষ্টায় প্রশাসন৷ বিশাল পুলিশ বাহিনীকে বাধা দিল গ্রামবাসীরা৷ ঘটনা কৈলাসহর ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভগবাননগর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, জোতের টিলা জমিতে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ টাওয়ার বসাতে চায়৷ কিন্তু জমির মালিকদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি৷ তারা লিখিতভাবে জমি অধিগ্রহণও করেনি৷ বারবার প্রশাসনিক লোকজন নিয়ে ওই জমিতে টাওয়ার বসানোর কাজ চালিয়ে যেতে চাইছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ৷ এমনই অভিযোগ গ্রামবাসীদের৷ এনিয়ে আদালতে মামলাও বিচারাধীন বলে জানা গেছে৷ তার উপর পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে ফের টিলা জমিতে কাজ করাতে আসেন পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ৷ আর তাতেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা৷ এলাকাবাসী জানিয়ে দেন এভাবে তারা কাউকে কাজ করতে দেবেন না৷ ঘটনার আইনি সুরাহার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা৷
2022-07-23