আগরতলা, ২৩ জুলাই : ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন নবনির্বাচিত দ্রৌপদী মুর্মু। শনিবার বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে এক চিঠি প্রেরণ করা হয়। এদিন
রাজধানীর পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠি প্রেরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের উদ্দেশ্যে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঝরনা দেববর্মা সহ অন্যান্যরা। তিনি বলেন, অনেক সংঘর্ষের মধ্য দিয়ে দ্রৌপদী মুর্মু আজ এই জায়গাতে পৌঁছেছেন। তাঁর মত একজন আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা সংগ্রামী মহিলাকে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন তারা।