বিদ্যালয়ের সমস্যা দূর না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি অভিভাবকদের

আগরতলা, ২৩ জুলাই : রাজ্যজুড়ে চলছে শিক্ষা বিপ্লব। রাজ্যের বেশিরভাগ স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকার অভাবে ধুকছে বিদ্যালয়ে গুলি। পড়ুয়াদের পাশাপাশি আন্দোলনে নামছেন অভিভাবকরাও। শনিবার কৈলাসহর বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত বিভাগে শিক্ষক স্বল্পতার জেরে অভিভাবকেরা বিদ্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিদ্যালয়ের জনৈক শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের প্রাত বিভাগে মোট তিন জন শিক্ষক রয়েছে। এরমধ্যে দুজনেই চিকিৎসা জনিত কারণে ছুটিতে রয়েছেন। একজন শিক্ষক দিয়েই চলছে পাঁচটি ক্লাসের পঠন পাঠন। এছাড়াও বিদ্যালয়ে নিম্নমানের মিড ডে মিলের খাবার প্রদান করা হয় বলে অভিযোগ অভিভাবকদের।

এদিন অভিভাবকেরা স্পষ্ট জানিয়ে দেন, যদি শিক্ষক স্বল্পতা দূর না করা হয় তাহলে সোমবার বিদ্যালয়ের উভয় বিভাগকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। বিদ্যালয়ের পড়ুয়াদের ভবিষ্যৎ শিক্ষক স্বল্পতার দরুন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এর স্থায়ী সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন অভিভাবক মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *