লোকমান্য তিলক ও চন্দ্রশেখর আজাদকে শ্রদ্ধা মোদীর

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.) : লোকমান্য তিলক ও চন্দ্রশেখর আজাদকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার প্রধানমন্ত্রী কিছু ছবি-সহ টুইটারে লেখেন, “আমি মা ভারতীর দুই মহান পুত্র, লোকমান্য তিলক এবং চন্দ্র শেখর আজাদকে তাঁদের জন্মবার্ষিকীতে প্রণাম করছি। এই দুই অদম্য সাহসী এবং দেশপ্রেমের প্রতীক। কয়েক বছর আগে ‘মন কি বাত’-এর সময় আমি তাঁদের সম্পর্কে যা বলেছিলাম তা ভাগ করছি।
লোকমান্য তিলকের চিরন্তন উত্তরাধিকারগুলির মধ্যে একটি হল বৃহৎ আকারের গণেশ উৎসব, যা মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনার চেতনা জাগিয়েছিল। আমার একটি মুম্বাই সফরের সময়, আমি লোকমান্য সেবা সংঘ পরিদর্শন করি। লোকমান্য তিলকের সাথে সেটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।“