উত্তর প্রদেশের হাথরাসে ট্রাকের চাকায় পিছে ৬ শিবভক্তের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা

হাথরাস, ২৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের হাথরাস জেলায় শিবভক্তদের (কানওয়ার ভক্ত) পিষে দিল বেপরোয়া একটি ট্রাক। ট্রাকের ধাক্কা ও চাকায় পিষে মৃত্যু হয়েছে ৬ জন পুণ্যার্থীর। শনিবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতদের বাড়ি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। হরিদ্বার থেকে অন্যান্য কানওয়ারীদের সঙ্গে গোয়ালিয়র যাচ্ছিলেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে। মৃতদের নাম-রণবীর, জবর সিং, নরেশ পাল, মনোজ কুমার, রমেশ পাল ও বিকাশ শর্মা। মৃতদের পরিজনকে এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

আগ্রা জোনের এডিজি রাজীব কৃষ্ণা জানিয়েছেন, শনিবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ হাথরাস জেলার সাদাবাদে ৬ জন কানওয়ার যাত্রীকে পিষে দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো যায়নি। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকের চালককে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *