সাম্বা, ২৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় অটো ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে ৩ জনের বয়স অত্যন্ত কম। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার গভীর রাতের দুর্ঘটনাটি ঘটেছে সাম্বা জেলায় হাইওয়ের ওপর। পুলিশ জানিয়েছে, টেম্পোর মতো দেখতে একটি অটোর সঙ্গে শুক্রবার গভীর রাত ১১.২৫ মিনিট নাগাদ একটি ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৪ জনের। ১৫ জনকে কমবেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের নাম-সুমন দেবী (৪০), রাহুল (৮), তাঁর বোন মুসকান (৫) ও কৃষ (৫)। আহতরা হলেন-গীতা দেবী, মীনাক্ষী দেবী, বীনা দেবী, উষা দেবী, রেখা দেবী, নেহা দেবী, গীতা দেবী, ঋতিকা, জ্যোতি দেবী, গারো দেবী, জ্যোতি দেবী, চম্পা দেবী, আরশি দেবী, নেহা দেবী ও শান্তি দেবী। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।