নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ফের রাজনৈতিক সন্ত্রাস রাজ্যে৷ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির উপর হামলা দুষৃকতিকারীদের৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রচার সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র৷ মারধর করা হয়েছে একাধিক দলীয় কর্মীদের এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পার্থ রঞ্জন সরকার৷ ঘটনার বিবরণে প্রকাশ, ইডি দপ্তর তলব করেছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে৷ আর তারই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস দল৷ এই পরিপ্রেক্ষিতে বিশালগড়ে শচীন্দ্র লাল এলাকার পার্টি অফিসেও কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ সেখানে প্রকাশ্য দিবালোকে হামলা চালায় এক দল দুষৃকতী৷ বিভিন্ন ভেঙে চুরমার করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা৷ বেশ কয়েকজনের বাড়ি থেকে তাদেরকে বের করে এনে মারধর করারও অভিযোগ উঠেছে৷ তবে ঘটনার সম্পর্কে থানায় জানানো হলেও ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও কোন প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্বরা৷
বিশালগড়ের শচীন্দ্র লাল কংগ্রেস অফিসে দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ যেকোনো সময় রাজনৈতিক হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে৷
গতকাল ই ডি তলব করেছিল সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে৷তারই প্রতিবাদে সারা রাজ্যাবাপি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল প্রদেশ কংগ্রেস৷ বিশালগড়ের কর্মসূচি ছিল শচীন্দ্রনাথ পার্টি অফিসে৷ সেখানে সভা চলাকালীন অতর্কিতে হামলা করে দুষৃকতীরা৷ ঘটনাস্থলে উত্তেজনা দেখা দেয়৷উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন সরকার, সুশান্ত চক্রবর্তী, ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ কুমার রায় সহ অন্যরা৷ সভা চলাকালে দুষৃকতিকারীরা অতর্কিত সভায় হামলা চালায় বলে অভিযোগ৷ কংগ্রেসের দলীয় পতাকা সহ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কংগ্রেস দলের তরফ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানানো হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস৷অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কংগ্রেস দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷
2022-07-22