আগরতলা, ২২ জুলাই : দেশের নয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুক্রবার সদর মহিলা মোর্চার উদ্যোগে অভিনন্দন পত্র পাঠানো হয়েছে।
এদিন আগরতলার প্রধান ডাকঘরের মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে সদর মহিলা মোর্চার পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর জেলার মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। সভানেত্রী ঝুমা বিশ্বাস বলেন, দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। এই কারনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।