ফরিদকোট, ২২ জুলাই (হি.স.): গত জুন মাস থেকে নিখোঁজ ছিলেন একই পরিবারের ৪ জন সদস্য, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে পঞ্জাবের ফরিদকোটে সিরহিন্দ ফিডার ক্যানাল থেকে উদ্ধার হল ৪ জনেরই দেহ। খাল থেকে উদ্ধার হওয়া একটি গাড়ির ভিতরে ছিল ৪ জনের দেন। গত জুন মাস থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ভরমজিৎ সিং, তাঁর স্ত্রী রুপিন্দর কৌর, তাঁদের ১৩ বছরের মেয়ে এবং ১১ বছরের ছেলেকে। তাঁদের বাড়ি ফরিদকোটের ভান সিং কলোনিতে।
শুক্রবার সকালে খাল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। খালের জলস্তর কমে যাওয়ায় শুক্রবারই গাড়িটিকে দেখা যায়। গাড়িটিকে ক্রেনের সাহায্যে ওপরে তোলা হয়। এরপর ভিতরে ৪ জনের দেহ দেখা যায়। গত ১১ জুন শেষবার তাঁদের নিজেদের বাড়িতে দেখা গিয়েছিল। তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।