তৃণমূলের আচমকা সিদ্ধান্তে হতাশ খাড়গে, বললেন আমরা চাই বিরোধীরা ঐক্যবদ্ধভাবে কাজ করুক

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আচমকা এই সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে কাজ করুক, এটাই আমরা চাই। তিনি আরও বলেছেন, তৃণমূল কংগ্রেস আচমকা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা আমরা খুঁজে বার করার চেষ্টা করব।

প্রসঙ্গত, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস, বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে বলে অভিমত তৃণমূলের। উল্লেখ্য, আগামী ৬ আগস্ট দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচন। এ বার এই নির্বাচনে এনডিএ শিবির প্রার্থী করেছে জগদীপ ধনখড়কে। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হলেন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা।

নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন খাড়গে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, “মহিলা রাষ্ট্রপতি হিসেবে তাঁকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তিনি সংবিধান ও গণতন্ত্রকে সম্মান করবেন। আমরা তাঁর কার্যকালের সময়কে সফল করতে চাই।”