Mukesh Ambani:মুকেশ আম্বানির পরিবারকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে : সুপ্রিম কোর্ট

মুম্বই, ২২ জুলাই (হি. স.) : দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির তাঁর পরিবারকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে । শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রিলায়েন্স কর্ণধাকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে।

গত মে মাসে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিকাশ সাহা নামে এক ব্যাক্তি। ওই মামলার পরিপ্রেক্ষিতে কেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের তলব করে হাইকোর্ট। শিল্পপতির নিরাপত্তা নিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রশ্ন তোলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।

প্রসঙ্গত, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের কাছ থেকে হুমকি পাওয়ার পরেই ২০১৩ সালে রিলায়েন্স কর্ণধার ও তাঁর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউপিএ সরকার। মুকেশ আম্বানিকে জেড ক্যাটাগরির ও তাঁর স্ত্রী নীতা আম্বানিকে ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরে রিলায়েন্স কর্ণধারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও ওই নিরাপত্তার যাবতীয় ব্যয়ভার বহন করছেন আম্বানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *