পাথারকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি পুলিশের অভিযানে আজ শুক্রবার দুপুরে ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুাগর সহ ধরা পড়েছে ত্রিপুরার বাসিন্দা দুই যুবক। ধৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমরজিৎ বসুমতারি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ দুপুরে পাথারকান্দি রেলস্টেশনে হানা দিয়ে দুই ড্রাগস পাচারকারীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে দশটি সাবান ক্যাসে ১৩১ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। পাথারকান্দির মাদক কারবারিদের কাছ থেকে এগুলি সংগ্রহ করে ত্রিপুরাগামী ট্রেনের অপেক্ষা করছিল। ধৃতদের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার পার্শ্ববর্তী রাজনগরের বাসিন্দা রুফুল আমিন এবং সলমান মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে।
ওসি জানান, প্রাথমিক জেরায় ধৃতরা স্থানীয় ড্রাগস পাচার চক্রের সাথে জড়িত কয়েকজনের নাম স্বীকার করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে অক্ষমতা প্রকাশ করেছেন ওসি ইনস্পেক্টর সমরজিৎ বসুমতারি। তিনি জানান, ধৃতদের স্বীকরোক্তির ভিত্তিতে চেংজুর গ্রামে অভিযান চালিয়ে ৪২ বছরের জনৈক ওয়াজিদা বেগম (নাম পরিবর্তিত) নামের মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এই মহিলার বাড়িতে গত দুদিন ধরে ঘাঁটি গেড়েছিল ধৃতরা। তিনি জানান, ধৃত ওয়াজিদা বেগমের বাড়ি থেকে বেশকিছু আপত্তিকর সামগ্রীও উদ্ধার হয়েছে। ড্রাগস কারবারে জড়িত এই চক্রের অন্যদের পাকড়াও করতে জাল বিছানো হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, তিনজনের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছেন তাঁরা। আগামীকাল শনিবার এদের করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন ওসি বসুমতারি।

