আগরতলা, ২১ জুলাই : ২১শে জুলাই ১৯৯৩ সালে আজকের দিনে ১৩ জন তৃণমূল কর্মী শহীদ হয়েছিলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে। সে উপলক্ষে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন চিত্তরঞ্জন রোড তৃণমূল কংগ্রেস অফিসের সামনে শহীদবেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার লিস্টে ফটো আইডেন্টি কার্ডের দাবিতে রাইটার্স অভিযানের কর্মীদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছিল। যার পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়েছিল ১৩ জন তৃণমূল কর্মীর তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর সারা দেশে দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এবার ও তার ব্যতিক্রম হয়নি। মূল অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হলেও দেশের সর্বত্রই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনটিকে পালন করেছে।